খালেদা জিয়ার দেশে ফেরার সময় চূড়ান্ত

আইএনবি ডেস্ক: আগামী মঙ্গলবার (৬ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৌঁছাবেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র। এদিন সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানানোর পর, দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। নেত্রীর স্বাগত জানাতে দল এবং অঙ্গসংগঠনগুলো ইতোমধ্যে নানা প্রস্তুতি নিয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতারের আমির প্রদত্ত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করেই খালেদা জিয়া ঢাকায় ফিরবেন। বিষয়টি নিয়ে গত কয়েকদিনে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথসভায় অংশ নেন ঢাকা মহানগর এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ৭ জানুয়ারি দেশ ছাড়েন বেগম খালেদা জিয়া এবং পরদিন পৌঁছান লন্ডন। সেখানে তিনি লন্ডন ক্লিনিকে ১৭ দিন ভর্তি থাকার পর বর্তমানে ছেলের বাসায় অবস্থান করছেন এবং দুই জন বিশেষজ্ঞ—অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, “লন্ডনে চিকিৎসা এবং পারিবারিক স্নেহপূর্ণ পরিবেশে ম্যাডামের স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতি হয়েছে। এখন তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থবোধ করছেন। তাই তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।” নেত্রীকে বরণ করে নিতে ইতোমধ্যেই গুলশান, বিমানবন্দর ও আশেপাশের এলাকায় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া