কিশোরগঞ্জ প্রতিনিধি: বুধবার দুপুর ২টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে ছাত্রদলের এক মিছিল থেকে দু’দফায় ১৬ নেতাকর্মীকে আটক করা হয়।

জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক রথখোলা মাঠে জমায়েত হয় জেলা ছাত্রদলের কয়েকশ’ নেতাকর্মী। এখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহরে মিছিল বের করে। এক পর্যায়ে পুলিশ বাঁধা দিলে কয়েকটি অটোরিকশা ভাংচুর করে উত্তেজিত নেতাকর্মীরা।
এ সময় পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে মিছিল পণ্ড করে দেয় এবং দু’দফায় ১৬ নেতাকর্মীকে আটক করে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন জানান, বিনা উস্কানিতে পুলিশ তাদের মিছিলে ব্যাপক লাঠিচার্জ করে এবং ১৬ নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়। লাঠিচার্জে ২০/২২ জন নেতাকর্মী আহত হয়েছেন বলেও জানান তিনি। Mostbet PT – casino online Portugal, site oficial e espelho
অপরদিকে, কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, মিছিলের সময় পিকেটিং’র নামে অটোরিকশা ভাংচুর করার সময় পুলিশ বাধা দেয়। এসময় ভাংচুরের ঘটনায় লিপ্ত হয়।
আইএনবি/বিভূঁইয়া