আইএনবি ডেস্ক: বাংলাদেশ বেতারের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বেতার ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, উন্নয়ন সূচকে বাংলাদেশ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। তিনি আরও বলেন, স্বাধীনতার ৪৯ পঞ্চাশ বছরে আমরা পাকিস্তানের চেয়ে তিনটি উন্নয়ন সূচকে এগিয়ে রয়েছি।

তথ্যমন্ত্রী বলেন, যেকোন মানুষের স্বপ্ন পূরণের তাড়না ও তাগাদা থাকতে হয়। রাষ্ট্রীয় জীবনে স্বপ্ন ছাড়া রাষ্ট্রকে এগিয়ে নেয়া যায় না। রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে স্বপ্ন ও তাড়না দুটিই থাকতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ বছর আগে ২০০৮ সালে স্বপ্নের কথা বলেছিলেন। একটি ডিজিটাল বাংলাদেশ আরেকটা দিন বদলের। তিনি এই দুটি স্বপ্নই বাস্তবায়ন করেছেন।
বাসস
আইএনবি/বিভূঁইয়া