আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিমান হামলায় ইরানের ছয়জন পরমাণু বিশেষজ্ঞ নিহত হয়েছেন।
ইরানের সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, শুক্রবার (১৩ জুন) নজিরবিহীন হামলায় দেশটির শীর্ষ পারমাণবিক কর্মকর্তাদের এই হতাহতের ঘটনা ঘটে ।
ইসরায়েলের হামলায় নিহত পরমাণুবিজ্ঞানীরা হলেন— আব্দুল হামিদ মিনুচেহর, আহমেদরেজা জোলফাগারি, আমিরহোসেইন ফেকহি, মোতালেবলিজাদেহ, মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি।
এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামিসহ দেশটির ৩ শীর্ষ সামরিক কর্মকর্তা নিহতের খবর পাওয়া গেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনা নাতানজেতে হামলা চালিয়ে বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল।’
জর্ডানের আকাশসীমা বন্ধ, সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা
তিনি আরও বলেন, ‘যত দিন পরমাণু সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে সময় লাগে তত দিন ইরানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
ইরানের গণমাধ্যম আরও জানিয়েছে, পারমাণবিক সক্ষমতার অন্যতম উপাদান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার জন্য ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনার মধ্যেই এই হামলা চালালো তেল আবিব।
এদিকে তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল। পাশাপাশি বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ারও নির্দেশনা দেয়া হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া