সৈয়দ সুমন , ইতালী প্রতিনিধি
ইতালী আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভায় মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদা জেলহত্যা দিবস পালিত হয়েছে। ৩ নভেম্বর ইতালীর রোমের একটি রেস্টুরেন্ট ইতালী আওয়ামী লীগ এই দিবস পালন করেন।

ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় রচিত হয় এই দিনে। কারাগারে নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় বর্বরোচিত এ ধরনের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল। জাতীয় চার নেতার হত্যার মধ্য দিয়ে সে দিন দেশের স্বাধীনতা ও আওয়ামী লীগকে অন্ধকারের দিকে ঠেলে দেয়ার অপচেষ্টা করেছিল। ঐ কালো শক্তি এখনো বিদ্যমান, তাই আমাদেরকে সর্বদা সর্তক থাকতে হবে।
সভায় প্রধান অতিথি ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এম কিবরিয়া, বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার লোকমান হোসেন। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।