ইউক্রেনের গোয়েন্দাপ্রধানের স্ত্রীর শরীরে বিষ প্রয়োগের অভিযোগ

ইউক্রেনের গোয়েন্দাপ্রধানের স্ত্রীর শরীরে বিষ প্রয়োগের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক:  ইউক্রেনের গোয়েন্দাপ্রধানের স্ত্রীর শরীরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কিরিলো বুদানভের স্ত্রী মারিয়ানা বুদানোভার শরীরে ভারী ধাতু দিয়ে বিষ প্রয়োগ করা হয়েছে।।

দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার মুখপাত্র আন্দ্রি ইউসভ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, সংস্থার অন্য কয়েকজন কর্মীর শরীরেও বিষক্রিয়ার হালকা লক্ষণ রয়েছে। তবে তাদের সংখ্যা ঠিক কত তা উল্লেখ করেননি তিনি।

কথিত এই বিষয় প্রয়োগের ঘটনার সঙ্গে রাশিয়া জড়িত কিনা তা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়নি। এছাড়া জেনারেল বুদানভকেও এমন হামলার লক্ষ্যবস্তু করা হতে পারে বলে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।

জানা গেছে, লেফটেন্যান্ট জেনারেল কিরিলো বুদানভ ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেইন ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স (ডিআইইউ)-এর নেতৃত্বে রয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কোর আক্রমণ শুরুর পর থেকে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে বড় সামরিক অভিযানের পরিকল্পনা এবং কখনও কখনও সেটি কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।
সূত্র: বিবিসি, আল জাজিরা, রয়টার্স https://mostbet-games.net/qa/

 

আইএনবি/বিভূঁইয়া