অপারেশন ডেভিল হান্ট: কটিয়াদীতে ৭ জন আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ জেলার কটিয়াদী মডেল থানা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান ও‘অপারেশন ডেভিল হান্ট’-এ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাসহ সাতজনকে আটক করেছে পুলিশ। গত ৭২ ঘণ্টায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচালিত এ অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের গ্রামের বাসিন্দা ও উক্ত ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক. সাইফুল ইসলাম (৩৯), মুমুরদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের গ্রামের বাসিন্দা ও উপজেলার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাজমুল হোসেন (৩৫), আচমিতা গ্রামের আচমিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি পল্টন দেবনাথ (৩৭), আচমিতা গ্রামের বাসিন্দা ও আচমিতা ইউপির নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জয় ওরফে হৃদয় (৪০), মানিকখালি গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মন্টু(৩৫), নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কটিয়াদী ডিগ্রী কলেজের ছাত্রলীগ কমী রাজিব (২২),ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কটিয়াদী ডিগ্রী কলেজের ছাত্রলীগ কমী রিপন মিয়া (১৯)।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচাজ মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে।’

আইএনবি/বিভূঁইয়া