৪৮ হাজার ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলায় শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে  শফিপুর এলাকার বাড়ি থেকে  ৪৮ হাজার পিস ইয়াবাসহ নজরুল ইসলাম (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

শহিদুল ইসলাম জানান, ইয়াবা চালানের খবর পেয়ে বিকেল থেকেই বামনায় গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে অভিযান শুরু করে র্যাব-৮। এ সময় নজরুল ইসলাম তার বাড়িতে ইয়াবার একটি চালান এনেছে বলে খবর আসে। এরপর নজরুলকে আটক করে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। পরে ওই বাড়ির রান্না ঘরের মেঝের নিচ থেকে ৪৮ হাজার ইয়াব উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নজরুলকে বামনা থানায় সোপর্দ করা হয়েছে।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশিরুল ইসলাম বলেন, নজরুলের নামে মাদক আইনে একটি মামলা করা হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হবে।

 

আইএনবি/বিভূঁইয়া