সুরমার পানি বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপরে

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের সুরমা নদীর পানি পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বেড়ে ছাতক পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে যাচ্ছে ছাতক উপজেলার নিচু এলাকা।

সোমবার (১৯ জুন) দুপুরে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এ তথ‌্য নিশ্চিত করে বলেন, সুরমা নদীর পানি ছাতক পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে জেলার বড় কয়টি হাওড় এখন খালি থাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। হাওড়গুলো ভরে গেলে আর এই বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা হতে পারে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে ২২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যার ফলে এ সময়ে এ অঞ্চলের নদ-নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার কতিপয় পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

টানা বৃষ্টি হওয়ায় সুনামগঞ্জবাসীর মনে দুঃশ্চিন্তা আর উৎকণ্ঠা বিরাজ করছে। ভারী বৃষ্টিপাতের জন্য খেটে খাওয়া মানুষ কাজ পাচ্ছেন না। রিকশা ও অটোরিকশা ও দোকান শপিংমলগুলোতে মানুষের উপস্থিত একেবারেই কম।

 

আইএনবি/বিভূঁইয়া