চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে সোমবার দুপুরে উপজেলার গবিন্দপুর দক্ষিন ইউপি’র পশ্চিম লড়ুয়া গ্রামের আনন্দ পালের বাড়িতে অর্জুন চন্দ্র পাল পুকুরে মাছ ভাসতে দেখে পানিতে নেমে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। এদিকে স্বামীর সাড়া শব্দ না পেয়ে অঞ্জলি রানী পালও পানিতে নামলে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনিও মারা যান।
নিহতরা হলেন মৃত চিত্তরঞ্জন পালের ছেলে অর্জুন চন্দ্র পাল (৬৫) ও তার স্ত্রী অঞ্জলি রানী পাল (৫০)। অর্জুন চন্দ্র পাল পেশায় একজন মৃৎশিল্পী ছিলেন। এই সংবাদে ফায়ার সার্ভিসের লোকজন লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তার করেন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মো. মোরশেদ হোসেন জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে লাশ দু’টো উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেছি।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল জানান, ‘পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে স্বামী-স্ত্রী দু’জনের মরদেহ উদ্ধার করে। আমরা প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করছি, পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া