শ্রীপুরে কারখানা শ্রমিককে গণধর্ষণ, গ্রেফতার ১

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মুলাইদ গ্রামের আমতলা এলাকায় এক গার্মেন্ট শ্রমিককে গণধর্ষণের ঘটনায় সুলতান নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সুলতান উপজেলার মুলাইদ এলাকার নুরুল ইসলামের ছেলে।

গতকাল মঙ্গলবার শ্রীপুর থানায় মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় অন্য অভিযুক্তরা হলেন উপজেলার মুলাইদ গ্রামের নজুম উদ্দিনের ছেলে মিজান ফকির, সুরুজ মিয়ার ছেলে সাদ্দাম হোসেন সুবল ও রানা। এছাড়াও আরো অজ্ঞাত পরিচয় এক জনকে মামলায় অভিযুক্ত করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত সুলতান উদ্দিনকে পুলিশ আটক করলেও অন্যরা পলাতক।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বলেন, এ ঘটনায় চার জনের নাম উল্লেখ ও এক জনকে অজ্ঞাত উল্লেখ করে থানায় মামলা রুজু হয়েছে। এক জন আটক রয়েছে। নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া