শোকজের জবাব দিলেন ব্যারিস্টার সুমন

পোস্টারে বঙ্গবন্ধুর ছবি

হবিগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নির্বাচনী পোস্টারে ব্যবহারের অভিযোগে শোকজের জবাব দিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে আজ মঙ্গলবার তার ব্যক্তিগত সহকারী রুহেল মিয়ার মাধ্যমে এই লিখিত জবাব দেন তিনি।

জবাবে ব্যারিস্টার সুমন জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান লিফলেটে ব্যবহার করেননি তিনি। তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি মহল এই অভিযোগ করেছেন। তিনি সিলেটের চলন্তিকা প্রিন্টিং প্রেস থেকে পোস্টার ও লিফলেট ছাপছেন।

জানা গেছে,ব্যারিস্টার সুমনের নির্বাচনী লিফলেটে বঙ্গবন্ধুর ছবি ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে জেলা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করা হয়। এই অভিযোগ জেলা রিটার্নিং অফিসার নির্বাচনী অনুসন্ধান কমিটিতে প্রেরণ করলে গতকাল সোমবার তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়। এর জবাবে আজ লিখিত জবাব পাঠান হবিগঞ্জ-৪ আসনের এই প্রার্থী।

জবাবে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন, আচরণবিধি মেনে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু নৌকা মার্কার প্রার্থী ও কর্মীরা তাকে হেয় প্রতিপন্ন এবং নির্বাচন থেকে দূরে সরানোর জন্য নানাভাবে ষড়যন্ত্র করে আসছে। ওই লিফলেট ও পোস্টার সম্পর্কে তিনি অবগত নন।

নির্বাচনী অনুসন্ধান কমিটির সহকারী শরীফ খন্দকার রুবেল জবাবের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে প্রতিবেদন দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আরও একটি নোটিশের জবাব গত ৭ ডিসেম্বর দাখিল করেন হবিগঞ্জ-৪ আসনের এই স্বতন্ত্র প্রার্থী।

 

আইএনবি/বিভূঁইয়া