ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় শনিবার (৫ আগস্ট) রাত ৩ টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার মহম্মদপুর নামক স্থানে ট্রাকের সাথে মাইক্রোবাসের ধাক্কা লাগায় রাস্তায় দাঁড়িয়ে বাকবিতন্ডার সময় অপর একটি ট্রাকের চাপায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে মহম্মদপুর নামক স্থানে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। সেসময় ট্রাকের চালকের সাথে মাইক্রোবাসের চালক ও যাত্রীরা বাক-বিতন্ডা শুরু করে। এক পর্যায়ে অপর একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকুল হোসেন নামের একজন মারা যায়। আহত হয় ৩ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।
আইএনবি/বিভূঁইয়া