রাজধানীতে বাড়ছে শীতের তীব্রতা তাপমাত্রা নামলো ১৩ ডিগ্রিতে

আইএনবি ডেস্ক: রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় হাড়কাঁপানো শীতের দাপট অব্যাহত রয়েছে এবং বুধবার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা নির্দেশ করে যে শীতের তীব্রতা আগের দিনের তুলনায় প্রায় অপরিবর্তিত রয়েছে। আজ সকাল থেকেই ঢাকার আকাশে কিছুটা রোদের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে জনজীবনে শীতের অনুভূতি কমেনি।

আবহাওয়া অফিস সতর্ক করেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে।

আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে, ভোর ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, আজ দুপুর পর্যন্ত এই অঞ্চলের আকাশ মূলত কুয়াশাচ্ছন্ন থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে দিনভর শীতের আমেজ বজায় থাকবে।

কুয়াশার কারণে ভোরে চলাচলের ক্ষেত্রে চালকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে, কারণ দৃষ্টিসীমা কমে আসায় সড়ক ও নৌপথে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ২২ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪১ মিনিটে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক দিন শীতের এই প্রবাহ অব্যাহত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ঠান্ডা জনিত রোগ থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া