মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় মাকে ছুরিকাঘাত

শেরপুর  প্রতিনিধি: বগুড়ার শেরপুরে গত শুক্রবার রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বেলগাড়ী গ্রামে মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় মাকে ছুরিকাঘাতে আহত করেছে বখাটেরা। পরে স্থানীয় লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়ায় হাসপাতালে ভর্তি করেছে।

এ ঘটনায় গতকাল রবিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আহত মোছা. ছকিনা বেগম (৪৫) বেলগাড়ীর সোলেমান আলীর স্ত্রী।

 

খোঁজ নিয়ে জানা যায়, দুই বছর আগে সোলেমান আলীর মেয়ে শারনী আক্তারের সঙ্গে সিরাজগঞ্জের তাড়াশের শেওলাগাড়ী গ্রামের নবির উদ্দিনের ছেলে মো. সাগর হোসেনের বিয়ে হয়। চার মাস আগে তাঁদের বিয়েবিচ্ছেদ হয়। এর মধ্যে শারনীকে বিয়ের প্রস্তাব দেন পাশের সীমাবাড়ী ইউনিয়নের ধনকুণ্ডি উত্তরপাড়া গ্রামের এজাব আলীর ছেলে মো. সুজন মিয়া, কিন্তু সুজন বখাটে হওয়ায় প্রস্তাব প্রত্যাখ্যান করে শারনীর পরিবার। সেই সঙ্গে শারনীকে আগের স্বামীর সঙ্গে বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয় সুজন ও তার লোকজন। গত শুক্রবার রাতে বেলগাড়ী গ্রামে মাজারে ওরস মাহফিল চলছিল। সেখানে সাগরকে ঘোরাঘুরি করতে দেখে তাঁকে আটকের জন্য ধাওয়া দেয় সুজনের নেতৃত্বে ১৫-২০ জন যুবক।

 

আইএনবি/বিভূঁইয়া