মুন্সিগঞ্জ প্রতিনিধি:মুন্সিগঞ্জে মঙ্গলবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় গরুর ট্রলারে ডাকাতি করে পালানোর সময় ৪টি দেশীয় পাইপগানসহ ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় ডাকাতরা নদী থেকে সাঁতরে তীরে উঠে দৌড়ে বাড়ি-ঘরে ঢুকে পড়লে স্থানীয়রা মাইকিং করে তাদের ঘেরাও করে ফেলে।
জেলা ও নৌ পুলিশ যৌথভাবে একাধিক অভিযান পরচিালনা করে বিভিন্ন জায়গা থেকে ৪টি পাইপগান, ১১ রাউন্ড কার্টুস, ৩৩ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা ও ডাকাতিতে ব্যবহৃত স্পিডবোট, ৯ টি মোবাইল উদ্ধার করে। এ ঘটনায় আরও ১৩ ডাকাত পালিয়ে গেছে।
জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন জানানা, এটি একটি সঙ্গবদ্ধ ডাকাত দল। দীর্ঘদিন ধরে এরা জেলার বিভিন্ন স্থানে দুর্ধষ ডাকাতি করে আসছে।
তিনি বলেন, প্রায় ৮০ কিলোমিটার নৌ পথে ডাকাতদের ধাওয়া করা হয়। ডাকাত দলে আরো ১৩ জনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটকেরা নারায়ণগঞ্জ, চাঁদপুর, শরীয়তপুর ও মুন্সীগঞ্জের বাসিন্দা। তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা সহ একাধিক মামলা করা হবে।
আইএনবি/বিভূঁইয়া