মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার ভাটবাউর এলাকায় বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহতের খবর পাওয়া গেছে।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রউফ সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছে এমন তথ্য পেয়েছি। থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এখনো নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আইএনবি/বিভূঁইয়া