আইএনবি ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে থেমে থেমে উত্তরের দিকে এগোচ্ছে যানবাহন। ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখী লাখো মানুষ। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের অবস্থা বেশি সংকটজনক।
জানা গেছে, মহাসড়কে অতিরিক্ত গাড়ি, সড়ক দুর্ঘটনা ও সেতুতে কিছু সময় টোল আদায় বন্ধ থাকায় গতকাল শুক্রবার ভোরে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও বাড়ে, যা আজ শনিবারও অব্যাহত রয়েছে। শনিবার ভোরে মহাসড়কের নাটিয়াপাড়া এলাকা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মির্জাপুরের গোড়াইতেও গাড়ির ধীরগতি রয়েছে।
আজ শনিবার সকাল ৮টায় মহাসড়ক পরিদর্শনকালে দেখা যায়, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইলের বাওইখোলা পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে শত শত যানবাহন দাঁড়িয়ে আছে। এসব যানবাহনে ভ্রমণকারী হাজারো যাত্রী ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ পথযাত্রায় প্রয়োজনীয় খাদ্য ও পানীয়র অভাবে অসুস্থ হয়ে পড়েছেন।
বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম সূত্র জানায়, গতকালের মতো আজও সেতুর উভয় প্রান্তে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। রাতে এক পর্যায়ে এই যানজট সেতুর ওপরেও চলে আসে। এর ফলে বারবার বন্ধ হয়ে যায় সেতুর টোল আদায়। তবে সকালের দিকে এসে সেতুর ওপর দিয়ে ধীরে ধীরে গাড়িগুলো পার হতে শুরু করেছে। কিন্তু সেতুর উভয় প্রান্তে তীব্র যানজট অব্যাহত রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া