ভারতের কারাগারে উপকূলের ১৫ জেলে ৩ মাস ধরে

পটুয়াখালী প্রতিনিধি:ভারতীয় জলসীমানায় ঘন কুয়াশার কবলে  ঢুকে তিন মাস ধরে কারাগারে বন্দীজীবন কাটাচ্ছেন পটুয়াখালীর কলাপাড়ার ১৫ জেলে।

গত বছরের ২০ ডিসেম্বর গভীর সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে ঘন কুয়াশার কারণে ভুল করে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েন তারা। পরে ভারতীয় কোস্টগার্ড তাদের গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেন। দীর্ঘদিন ধরে পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ভারতের কারাগারে থাকায় এসব জেলে পরিবারের সদস্যরা পার করছেন মানবেতর জীবন। তারা এই জেলেদের মুক্তিতে সরকারের আশু হস্তক্ষেপ চেয়েছেন।

জেলে পরিবারের সূত্রে জানা যায়, গত বছরের ১৩ ডিসেম্বর আলীপুর বন্দরের এফবি তানজিলা ও এফবি তাহিরা নামের দুটি মাছধরা ট্রলার বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। পরে ২০ ডিসেম্বর ঘন কুয়াশায় পথ ভুলে ঢুকে পড়েন ভারতীয় জল সীমায়। ওইদিনই ভারতের কোস্টগার্ড তাদের গ্রেপ্তার করে। পরে তাদের ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার কারাগারে আটক রাখা হয়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, দীর্ঘদিন সংসারের উপার্জনক্ষম মানুষগুলো বন্দী থাকায় জেলে পরিবারগুলোতে নেমে এসেছে দুঃখ দুর্দশার খড়গ। অনেকেই অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন।

এদিকে জেলেদের ফিরিয়ে আনতে অধিকতর চেষ্টা অব্যাহত রাখলেও কোন উপায় পাচ্ছেন না ট্রলার মালিকরা । তারা বলছেন সংশ্লিষ্ট হাই কমিশনের দায়িত্বে নিযুক্ত ব্যক্তিদের তদারকি ছাড়া কারাবন্দী জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব নয় ।

এফ.বি তাহিরা ট্রলারের মালিক শাহজাহান ফকির জানান, আমাদের ট্রলার ও জেলেরা আটক হওয়ার পর থেকে আমরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। স্থানীয় চেয়ারম্যান থেকে শুরু করে হাইকমিশন পর্যন্ত যোগাযোগ করেছি কিন্তু এখন পর্যন্ত কোন সমাধান হয়নি।

 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহীদুল হক বলেন,এ বিষয়টি আমি অবগত নই। তবে এখন জানার পর থেকে আমি খোঁজ নিয়ে দেখবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

 

আইএনবি/বিভূঁইয়া