নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. শামসুদ হুদা সেলিম (৩০) নামে এক ডাকাত দলের সদস্যকে বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেফতারের দাবি করেছে পুলিশ। পুলিশ অভিযোগ করেছে গ্রেফতারকালে সেলিম অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আষাঢিয়ারচর এলাকা থেকে পুলিশ সেলিমকে গ্রেফতার করে। গ্রেফতার সেলিম সোনারগাাঁ উপজেলার আষাঢিয়ারচর এলাকার সানোয়ার হোসেনের ছেলে।
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যার সময়ে ডাকাত সেলিমকে গ্রেফতার করতে গেলে কোমড়ে থাকা বিদেশি পিস্তল বের করে হামলার চেষ্টা চালায়। অবশেষে তাকে বিদেশি পিস্তল এবং ১০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
আইএনবি/বিভূঁইয়া