খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা শহরে রোববার (৩০ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে শহরের পান বাজার সংলগ্ন এলাকায় মহিন বিল্লাহ (২৮) নামে এক যুবক ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
বর্তমানে মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে।
মহিন ঝালকাঠি জেলার বাসিন্দা হলেও খাগড়াছড়ির লিয়াকত ব্রাদার্সের কম্পিউটার অপারেটরের সহকারী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রোববার রাতে পানবাজার পুকুর সংলগ্ন একটি ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. রাকিব সালাম তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি মো: আরিফুর রহমান বলেন, আত্মহত্যার আগে মহিন তার এক বন্ধুর কাছে মাফ চায়। তারপর নির্মাণাধীন চারতলা ভবন থেকে লাফ দেয় বলে জেনেছি। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা আমরা খতিয়ে দেখছি।
আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
আইএনবি/বিভূঁইয়া