ফরিদপুরের লোকালয়ে হনুমান

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের বিভিন্ন এলাকাসহ লোকালয়ে একটি কালোমুখো হনুমান ছুটে বেড়াচ্ছে। খাবারের সন্ধানে আবার মানুষের ভয়ে কখনও গাছে, কখনও বাড়ি কিংবা দোকানের ছাদে ছুটোছুটি করছে।

শুক্রবার (২২ মার্চ) ফরিদপুর শহরের ডিসি অফিসের সামনের স্টেশন বাজার এলাকায় হনুমানটিকে ছুটাছুটি করতে দেখা যায়। এ সময় কেউ কলা, কেউবা বিস্কুট, রুটিসহ নানা খাবার কিনে দিচ্ছেন হনুমানটিকে।

বন থেকে লোকালয়ে চলে আসায় এ হনুমানটিকে দেখতে ভিড় জমাচ্ছে শিশু-কিশোর ও নারীসহ নানা বয়সী মানুষ। এটি কখনও ঘরের চালে, কখনও বা গাছের ডালে লাফিয়ে বেড়াচ্ছে।

ফরিদপুরের বন বিভাগ জানায়, গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় হনুমানটি দেখা গেছে। হনুমানটি খাবারের সন্ধানে দলছুট হয়ে কোনো পরিবহণ যোগে লোকালয়ে এসেছে। হনুমানটির নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।

আইএনবি/ বিভূঁইয়া