নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় সোমবার (২৪ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মাধনগর রেলস্টেশনের দক্ষিণে রেলসেতু সংলগ্ন স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের (৫০) এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে।

মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত মাস্টার আব্দুল হামিদ জানান, কয়েকদিন ধরে ওই মানসিক প্রতিবন্ধী ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করছিল। গতরাত আড়াইটার দিকে মাধনগর রেলস্টেশনের দক্ষিণে রেলসেতু সংলগ্ন স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে তার ক্ষত-বিক্ষত মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে সান্তাহার জিআরপি থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।

রেল পুলিশের সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তার হোসেন জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সেইসঙ্গে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

আইএনবি/বিভূঁইয়া