আইএনবি ডেস্ক: রাজধানীর আমিন বাজার এলাকায় নদীতে ট্রলারডুবিতে সাতজন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারের কয়লার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমিন বাজার এলাকায় কয়লার ঘাটে নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজন নিখোঁজ হয়েছেন।
খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম-পরিচয় কিছু জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের এই কর্মকর্তা।
আইএনবি/বিভূঁইয়া