ঢাকা-মাওয়া হাইওয়েতে ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

আইএনবি ডেস্ক: সাম্প্রতিককালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘটে যাওয়া বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা পুলিশ। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, নগদ ৫০,৪০০ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাগর গাজী ওরফে শাওন (২৫), রুবেল (২৫), রাজিব (৩০), প্রাবন (২২), ফাহিম (২২), আরিয়ান (২৩), হিমেল (২৩), হারুন (৩৮), শাওন (২৩)।

রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আসাদুজ্জামান।

গ্রেপ্তারকৃত ডাকাতরা জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দেয়। তারা জানায়, গত ৬ ডিসেম্বর কেরানীগঞ্জের সাউথ টাউন এলাকার হাইওয়েতে ব্যারিকেড দিয়ে মাওয়াগামী দুটি গাড়িতে ডাকাতি করে। এছাড়াও ২০ ডিসেম্বর ঝিলমিলের সামনে ৩২ জন চায়না নাগরিকসহ ৩৪ জনকে অস্ত্রের মুখে জিম্মির পর ডাকাতি করে। ডাকাতরা আরো জানায়, তারা শীত ও কুয়াশা বাড়ার সঙ্গে সঙ্গে গত বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন মহাসড়কে ডাকাতি করে আসছিল।

জিজ্ঞাসাবাদে তারা ঢাকা-মাওয়া হাইওয়ের কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের এবং ঢাকা হাইওয়ের গজারিয়া, মেঘনা দাঘলকান্দি এলাকায় ডাকাতি করার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে মর্মে তথ্য পাওয়া যায়। মামলার তদন্ত অব্যাহত আছে।

আইএনবি/বিভূঁইয়া