ঝিনাইদহে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সাখাওয়াত বিশ্বাস (৩২) নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকাল ৮টার দিকে সদর উপজেলা চাপড়ির মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাখাওয়াত শৈলকূপা উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের দিঘল গ্রামের লুৎফর বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাতে ঝিনাইদহ শহর থেকে অন্য এক ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন সাখাওয়াত। পথিমধ্যে ৫-৬ জনের একদল দুর্বৃত্ত ইজিবাইকটির গতিরোধ করে। ওই দুর্বৃত্তদের সাথে সাখাওয়াতের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা সাখাওতকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে থাকে। ওইসময় তার সাথে থাকা অন্য যাত্রীরা পালিয়ে যায়।

পরে তাকে ঘটনাস্থলসহ অন্যান্য জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সকালে চাপড়ির মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

 

আইএনবি/বিভূঁইয়া