চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে রোববার রাত দেড়টার দিকে নগরীর হালিশহরের বড়পুল এলাকায় একটি বস্তিতে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। দগ্ধ অপর একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬টি ইউনিটের সদস্যরা কাজ শুরু করেন। প্রায় একঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে তার আগেই পুড়ে গেছে ১০টি ঘর ও বেশ কয়েকটি দোকান।

পরে একটি বাসা থেকে মোহন ও জাকির নামে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া দগ্ধ আরো একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। নিহত দু’জনের বাড়ি কুমিল্লার চান্দিনায়। পুড়ে যাওয়া ঘরগুলোতে নিম্ন আয়ের ব্যাচেলররা থাকতেন।

আইএনবি/বিভূঁইয়া