গ্রাম পুলিশকে পেটানো এসআইকে প্রত্যাহার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে । এনিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

 

সোমবার (২৫ এপ্রিল) রাতে এ ঘটনায় অভিযুক্ত এসআই হোসাইন মোহাম্মদ আরাফাত হোসেনকে জেলা পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া এ খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ আবু তাহের সোমবার দুপুরে সাপ্তাহিক হাজিরা দিতে থানায় গেলে এসআই আরাফাত তার জামার কলার ধরে লাঠিপেটা করে মোবাইল ফোন নিয়ে যান।

এ সময় আবু তাহের মোবাইল ফোন ফেরত চাইলে এসআই আরাফাত তাকে চাকরি খেয়ে ফেলার হুমকি দেন।

এ ঘটনায় ভুক্তভোগী গ্রাম পুলিশ বিকেলে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে এসআই আরাফাত হোসেনকে ময়মনসিংহ পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে।

এদিকে অভিযুক্ত এসআই আরাফাত মারধরের বিষয়টি  অস্বীকার করেছেন। তিনি বলেন, একটি মামলার তদন্তের জন্য তাকে নিয়ে গিয়েছিলাম। পরে সেখানে আমাকে প্রায় তিন ঘণ্টা দাঁড় করিয়ে রেখে সে আর আসেনি। এনিয়ে আমার মেজাজ খারাপ হয়েছিল, তাই তাকে একটু ধমক দিয়েছি।

এ বিষয়ে ইউএনও মোসা. হাফিজা জেসমিন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

আইএনবি/বিভূঁইয়া