মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে রমজানপুর ইউনিয়নের দক্ষিণচর আইড়কান্দি গ্রামের শহিদ হাওলাদারের বসত ঘরে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের বসতঘর পুড়ে গেছে।
বৈদ্যুতিক শর্টসার্টিক থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে স্থানীয়রা।
জানা গেছে, শুক্রবার দুপুরে শহিদ হাওলাদারের বসতঘরের একটি কক্ষে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে আগুন মূহুর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পরে। আগুন দেখে স্থানীয় লোকজন প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ভস্মীভূত হয়।
কালকিনি ফায়ার সার্ভিসের টিম লিডার এসএম সিদ্দিক বলেন, আমরা তাৎক্ষণিক কোন তথ্য পাইনি। তবে বিষয়টি পরে জানতে পেরে খোঁজ নিয়েছিলাম। গৌরনদী ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
আইএনবি/বিভূঁইয়া