গাজীপুর প্রতিনিধি: গাজীপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা পিকআপ চোর চক্রের হোতাসহ ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জিএমপি হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান উপপুলিশ কমিশনার (অপরাধ উত্তর) আবু তোরাব মো. শামছুর রহমান।
গ্রেপ্তাররা হলেন, ইয়াসিন (১৯), ইলিয়াস (২৭), রমজান (৩০), নাহিদ (২৩), বেলাল খা (৪০), আব্দুল আলিম (৩০), কাশেম বেপারী (৩৫), বাবুল মিয়া (৪০) এবং আবু বকর সিদ্দিক (৫২)।
উপপুলিশ কমিশনার বলেন, গত (৫ সেপ্টেম্বর) রাত ১০টায় সময় বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় স্কয়ার ফ্যাক্টরির সামনে থেকে একটি পিকআপ চুরি হয়। ভুক্তভোগী ৯ সেপ্টেম্বর বাসন থানায় মামলা করেন। মামলার পরে অভিযানে নামে পুলিশ। প্রথমে গাজীপুরের শ্রীপুর থানাধীন এলাকা থেকে ইয়াসিন এবং ইলিয়াসকে একটি পিকআপসহ গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা গাড়ি চুরি চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। পরবর্তীতে গ্রেপ্তারদের নিয়ে অভিযানে গিয়ে সদর থানাধীন সালনা ও কালিয়াকৈর ফুলবাড়িয়া এলাকার থেকে বাকি সদস্যদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা বেশ কয়েকটি পিকআপ জব্দ করা হয়।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ উত্তর) মো. খায়রুল আলম, সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) ফাহিম আজাদ, বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম প্রমুখ।
আইএনবি/বিভূঁইয়া