সচিবালয়ে কাটেনি ঈদের আমেজ, উপস্থিতি কম
নিজস্ব প্রতিবেদক
ঈদের আমেজ কাটেনি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। টানা পাঁচদিন ঈদের ছুটি শেষে রোববার (২ জুলাই) অফিসে যোগ দিয়েছেন কর্মজীবীরা। তবে অফিস-আদালতে এখনও ঈদের আমেজ রয়েছে। দুই-একদিন পর পুরোপুরি জমবে অফিসপাড়া।
সকালে প্রথম…