ঘূর্ণিঝড় ‘নিসর্গ’ কালই আঘাত হানবে !

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার (২ জুন) ভারতের আবহাওয়া অফিসের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্রই আভাস দিয়েছেন কাল বুধবার (৩ জুন) আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। ।

তিনি বলেন, আগামীকাল বুধবার (৩ জুন) গুজরাট ও মহারাষ্ট্রের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’।

বর্তমানে এটি দক্ষিণ-পূর্ব আরব সাগর ও লাক্ষাদ্বীপে নিম্নচাপ রূপে অবস্থান করছে। তবে ১২ ঘণ্টার মধ্যেই এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আছড়ে পড়তে পারে। খবর এনডিটিভির।

এদিকে আজ ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, পূর্ব-মধ্য আরব সাগরের নিম্নচাপটি গত ছয় ঘণ্টা ধরে ১১ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার সকালে এটি মুম্বাই থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

‘নিসর্গ’এর কারণে এরই মধ্যে ভারতের দুই রাজ্য গুজরাট ও মহারাষ্ট্রে প্রি-সাইক্লোন অ্যালার্ট জারি করা হয়েছে।

এদিকে কিছুদিন আগেই ভারত-বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আম্ফান। এতে দুই দেশে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। ঘরবাড়ি-গাছপালা লণ্ডভণ্ড হয়ে গেছে বহু এলাকার। তবে এবার সেই ধাক্কা সামলে উঠার আগেই আসছে আরও একটি ঘূর্ণিঝড় ‘নিসর্গ’।

আইএনবি/বি.ভূঁইয়া