গৌরীপুর প্রতিনিধি: গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন থেকে ট্রেনযোগে দেশের বিভিন্ন রেলরুটে প্রতিদিন যাতায়াত করেন কয়েক হাজার যাত্রী। বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এর কারণে মার্চের শেষের দিকে দেশে সব ধরনের ট্রেনের টিকিট বিক্রিও বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ করা হয় সকল ট্রেন চলাচলও। ফলে বন্ধ হয়ে যায় এই রেলওয়ে স্টেশনটিও। এ স্টেশনটি বন্ধ হওয়ায় প্রভাব পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে।
আজ বুধবার (১ এপ্রিল) সরেজমিনে গৌরীপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, জুতা সেলাই করার দোকান থেকে শুরু করে টি স্টল, রেস্টুরেন্টসহ সব ধরনের দোকান বন্ধ অবস্থায় পড়ে আছে। কর্মহীন হয়ে পড়েছেন স্টেশন এলাকায় দোকান দিয়ে জীবিকা নির্বাহ করা মানুষগুলো। হকাররাও কর্মহীন হয়ে পরিবারের চিন্তায় মাথায় হাত দিয়ে বসে আছে। কয়েক হাজার লোকের সমাগম হওয়া এ স্টেশন এলাকাও এখন অনেকটাই জনমানবশূন্য। স্টেশন এলাকায় কয়েকজন ব্যবসায়ী ছাড়া তেমন কাউকে চোখে পড়েনি।
আইএনবি/বিভূঁইয়া