ছেলেকে বাঁচাতে গিয়ে পদ্মা নদিতে ভেসে যাওয়া বাবার লাশ উদ্ধার

আইএনবি ডেস্ক: ফরিদপুরের চরভদ্রাসনে ছেলেকে বাঁচাতে গিয়ে ১৯ ঘণ্টা পর উদ্ধার হল পদ্মা নদীতে ভেসে যাওয়া বাবার লাশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভেসে যাওয়ার জায়গা থেকে অন্তত ২০ মিটার দূরে পদ্মা নদীর একটি ডুবোচর থেকে মৃতদেহটি উদ্ধার করে চরভদ্রাসন দমকল বাহিনীর সদস্যরা।

এর আগে, বুধবার বিকেলে চরভদ্রাসন সদর ইউনিয়নের গোপালপুর ঘাটে পদ্মা নদীর ড্রেজিং এলাকায় ছেলেকে বাঁচাতে গিয়ে স্রোতে ভেসে যান তিনি। চরভদ্রাসন দমকল বাহিনীর স্টেশন মাস্টার মুর্তজা ফকির বলেন, বিকেল থেকেই খোঁজা শুরু হয়। সন্ধ্যা সাতটা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

তিনি বলেন, আজ সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে শাহাদাতের মৃতদেহটি উদ্ধার করে নৌ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ফরিদপুর সিএন্ডবি ঘাট নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলী বলেন, মৃতের পরিবারের সদস্যদের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

আইএনবি/বিভূঁইয়া