গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি বাড়ি ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

রোববার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মো. আমিনুর রহমান জানান, পাটগাতী বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে শ্রীরামকান্দি ও পাটগাতী গ্রামের দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ওই দুই গ্রামে ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষ লিপ্ত হয়। এসময় দুই গ্রুপে বৃস্টির মত ইট নিক্ষেপ চলে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা দফায় দফায় এ সংঘর্ষে উভয় পক্ষের কমপেক্ষ ২০ জন আহত হন।

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ খবর শুনে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কিছু বাড়ি ও দোকান ভাঙচুর করা হয়েছে। সেগুলো আমরা পরিদর্শন করেছি। সংঘর্ষ চলাকালে সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেলেও এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

আইএনবি/বিভূঁইয়া