লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) চন্দ্রগঞ্জে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আলাউদ্দিন ওরফে আলোকে (৩০) গ্রেপ্তার করেছে ।
সোমবার (১১ মার্চ) ভোরে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কোয়ারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১১।
পরে তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আলাউদ্দিন আলো ওই এলাকার হাফেজ আব্দুল মান্নানের ছেলে।
র্যাব নোয়াখালী-১১ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
আইএনবি/বিভূঁইয়া