সিলেট প্রতিনিধি : সিলেট-জকিগঞ্জ রোববার (৩ মার্চ) দুপুরে গোলাপগঞ্জ থানার হিলালপুর নামক স্থানে সড়কে বাসচাপায় আবুল হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত আবুল হোসেন জকিগঞ্জ উপজেলার শেখপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
গোলাপগঞ্জ থানার ওসি মো. মাছুদুল আমিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আবুল হোসেন বাহুবল সদর থানায় কনস্টেবল পদে কর্মরত। তিনি মোটর সাইকেলযোগে জকিগঞ্জে বাড়িতে যাচ্ছিলেন। হিলালপুরে আসামাত্র সিলেটের দিকে আসা যাত্রীবাহী একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গোলাপগঞ্জ থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার পর বাসচালক পলাতক রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া