মেহেরপুর প্রতিনিধি: মেহেরেপুর জেলার মুজিবনগর থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে এক নারীও আছেন।
মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী স্বাধীনতা সড়কে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১৫ জানুয়ারি) দিনগত মধ্যরাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের সাজিবুর রহমানের স্ত্রী মোছা. কোহিনুর (৪৫) ও একই উপজেলার দারিয়াপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. মাসুদ রানা (৩৫)।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার জানান, ফেনসিডিল পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। এসব মাদকের আনুমানিক বাজার মূল্য দেড় লাখ টাকা।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
আইএনবি/বিভূঁইয়া