ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় সোমবার রাত সোয়া ৮টার দিকে ভেড়ামারা ১২ মাইল পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে আবু হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম জানান, নিহত যুবক গ্লোব ফার্মাসিউটিক্যালের এসআর পদে কর্মরত ছিলেন।

কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেলে করে আবু ভেড়ামারায় যাচ্ছিলেন ওষুধ ডেলিভারির কাজে। সেসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। রাস্তায় ছিঁটকে পড়ে ঘটনাস্থলে মারা যান আবু।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

আইএনবি/বিভূঁইয়া