ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় রবিবার রাত আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল অজ্ঞাত একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে নঈম মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত এবং তার সাথে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খাইরুল আনাম বলেন, ভাঙ্গা উপজেলার চুমুরদী নামক স্থানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি ট্রাকের পিছনে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক নিহত এবং অপরজন আহত হয়েছে। নিহত নঈমের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

 

আইএনবি/বিভূঁইয়া