আইএনবি ডেস্ক:ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ৬ ঘণ্টা বন্ধ থাকার পর নৌরুটের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে এলে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে পদ্মায় কুয়াশা পড়তে শুরু করে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রাও বাড়তে থাকে। কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। তাই দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে রাত সোয়া ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশা কেটে গেলে মঙ্গলবার সকাল ৬টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
আইএনবি/বিভূঁইয়া