কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের খাইলসা এলাকায় রেললাইন কেটেছে দুর্বৃত্তরা। তবে, পুরোটা কাটতে না পারায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
রোববার (১২ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ রেলস্টেশন মাস্টার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলের দিকে রেললাইন কাটার বিষয়টি রেলওয়ের ওয়েম্যান ও পাহারাদারদের চোখে পড়ে। খবর পেয়ে ঢাকা জেলা রেলওয়ে পুলিশের এসপি (পুলিশ সুপার) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি আরও বলেন, পুলিশ সুপার পরিদর্শন শেষে চৌকিদার-দফাদারদের যথাযথ নির্দেশনা দিয়ে গেছেন। পাশাপাশি রেললাইনের নিরাপত্তায় রেলওয়ে পুলিশকে সর্বোচ্চ সতর্ক এবং পুরো লাইন ট্রলি দিয়ে নিয়মিত চেক করতে বলেছেন।
রেলওয়ে পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে বিএনপির চতুর্থ দফার অবরোধকে সামনে রেখে শনিবার দুর্বৃত্তরা রেললাইন কেটেছে। তবে, পুরোটা কাটতে না পারায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
আইএনবি/বিভূঁইয়া