রাঙ্গুনিয়ায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সোমবার রাতে উপজেলার সরফভাটা ছৈয়দুরখীল গ্রামে ধারালো অস্ত্র দিয়ে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতরা হলেন আমির হোসেন (৬৫) ও তার স্ত্রী খাদিজা বেগম জুলেখা (৫৫)। সন্ত্রাসীদের প্রতিরোধ করতে গেলে নিহতদের ছেলেকেও কুপিয়ে গুরুতর আহত করেছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

জানা গেছে, উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছৈয়দুরখীল গ্রামের আমির হোসেনের বাড়িতে সোমবার রাত সাড়ে ১০টায় দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা করে। ধারালো অস্ত্রের আঘাতে আমির হোসেনকে গুরুতর আহত করে। তাকে বাঁচাতে তার স্ত্রী খাদিজা বেগম জুলেখা ও ছেলে জসিম উদ্দিন এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এ ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক মো. মোবারক বলেন, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসীরা আগের বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। পুলিশ তাদের ধরতে অভিযান চালাচ্ছে।

 

আইএনবি/বিভূঁইয়া