ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে চাঁদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের লাঠির আঘাতে আহত ভাই মোমিন জোয়ার্দ্দার (৪০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত মোমিন জোয়ার্দ্দার চাঁদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক বিন্নি গ্রামের মৃত বারি জোয়ার্দ্দারে মেজো ছেলে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পারিবারিক কলহের জের ধরে শামীম জোয়ার্দ্দারের সঙ্গে তার মেজ ভাই মোমিন জোয়ার্দ্দারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শামীম লাঠি দিয়ে তার ভাইয়ের মাথায় আঘাত করে। এতে তিনি মারাত্মক আহত হয়ে পড়লে প্রথমে হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এরপর অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টার দিকে তিনি মারা যান।
এ তথ্য নিশ্চিত করেছেন হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ।
আইএনবি/বিভূঁইয়া