উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এবার যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া বালুখালী ১০ নাম্বার রোহিঙ্গ ক্যাম্পে শুক্রবার দিবাগত রাতে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে মো. মুজিব (২৪) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

শনিবার সকালে ১০ নাম্বার ক্যাম্পের এইচ ২৫ ও ২৭ নাম্বার ব্লকের মাঝখানে একটি নালা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

মো. মুজিব ৮ নাম্বার ওয়েস্ট ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা ওবায়দুল হকের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার সকালে ১০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এইচ ২৫ ও ২৭ নাম্বার ব্লকের মাঝখানে অবস্থিত একটি নালায় রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ পড়ে থাকে। পরে খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে। উখিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

ওসি জানান, রোহিঙ্গা দুষ্কৃতকারীরা গতকাল শুক্রবার রাতে ওই যুবককে উপুর্যুপরি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে নালায় ফেলে দিয়ে পালিয়ে যায়। হত‍্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত করছে।

আইএনবি/বিভূঁইয়া