হবিগঞ্জে স্ত্রীকে হাত পা-কেটে হত্যা, সাবেক স্বামী আটক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার সোনাচং গ্রামে আকলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর হাত-পা কেটে হত্যা করছেন সাবেক স্বামী মো. সুজন মিয়া।

এ হত্যাকাণ্ডে উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে গৃহবধূর স্বামী সুজন মিয়াকে আটক করেছে। আটককৃত সুজন মিয়া একই গ্রামের আহম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় উপজেলার সোনাচং গ্রামে গৃহবধূ আকলিমার সাথে তার সাবেক স্বামী একই গ্রামের সুজন মিয়ার বাকবিতণ্ড হয়। একপর্যায়ে সুজন মিয়া উত্তেজিত হয়ে তাকে কুপিয়ে হাত-পা কেটে দেয়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সময় ওই গৃহবধূকে সিলেট নেওয়ার পথে আউশ কান্দি নামক স্থানে মৃত্যু হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় সুজন মিয়াকে আটক করে। নিহত আকলিমার মেয়ে তানজিনা আক্তার জানান, তার বাবা মাদকাসক্ত। প্রায়ই তিনি নেশা করে বাড়ি ফিরে তার মাকে নির্যাতন করতেন।

 

আইএনবি/বিভূঁইয়া