স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

আইএনবি ডেস্ক:স্বামীর সঙ্গে অভিমান করে রাজধানীর যাত্রাবাড়ীতে নিশাদ আন নূর (২০) নামে একজন স্ত্রী আত্মহত্যা করেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামী রানাকে ফাঁড়িতে আটক রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

মৃতার স্বামী জানান, তিনি একটি মটরপার্সের দোকানে কাজ করেন। তার স্ত্রী নিশাদ একটু রাগী প্রকৃতির। সামান্য বিষয় নিয়ে রাগারাগী করতো। আজ রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়।

তিনি আরও বলেন, ‘পরে আমি বাচ্চাকে নিয়ে বাহিরে চলে যাই। বেশ কিছু সময় পরে বাসায় ফিরে দেখি, সে ভিতর থেকে দরজা বন্ধ করে রেখেছে। ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে, প্রতিবেশীদের সহযোগিতায় দরজার ছিটকানি ভেঙ্গে ভেতরে তাকে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টায় মৃত ঘোষণা করেন।’

নিশাদ আন নূর চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার মহোদয়পাড়ার আব্দুল সবুজের মেয়ে।

বর্তমানে যাত্রাবাড়ীর রায়ের বাগ দোতলা মসজিদ রোডে স্বামী সন্তান নিয়ে থাকতেন। তাদের ২২ মাস বয়সী রেজওয়ান নামে এক পুত্র সন্তান রয়েছে।

 

আইএনবি/বিভূঁইয়া