অর্ধকোটি টাকার হেরোইনসহ স্বামী-স্ত্রী আটক

শেরপুর প্রতিনিধি: শেরপুরে র‍্যাব-১৪ অর্ধকোটি টাকার হেরোইনসহ মো. সুলতান মাহমুদ বাবু (৪২) ও মুন্নি খাতুন (১৯) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে । এরা সম্পর্কে স্বামী-স্ত্রী এবং উভয়েই শহরের গৌরিপুর এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে র‍্যাব-১৪ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় শেরপুর জেলা শহর থেকে ৪৭২ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম শেরপুর জেলা শহরে মো. রফিকুল ইসলামের তিন তলা বিশিষ্ট ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা একটি প্লাস্টিকের ব্যাগ জানালা দিয়ে নিচে ফেলে দেয়। পরে সেই ব্যাগ থেকে ৪ শত ৭২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে। সেইসাথে আটককৃতদের সদর থানায় হস্তান্তর করেছে।

আইএনবি/বিভূঁইয়া