ফরিদপুর প্রতিনিধি: ভাঙ্গায় জেলা গোয়েন্দা পুলিশ শনিবার রাত দশটার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের পশ্চিম পাড়া মসজিদের সামনে থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।
আটকৃত মাদক ব্যবসায়ীরা হলো- ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের সেন্টু মাতুব্বর (৩৫) এবং ভাঙ্গা পৌরসভার দাড়িয়ার মাঠ কলেজপাড় এলাকার হাফিজুর রহমান বখতিয়ার (৩৬)।
জেলা গোয়েন্দা পুলিশের ভাঙ্গা জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া