তুচ্ছ ঘটনা নিয়ে জগন্নাথপুরে সংঘর্ষ, আহত ৭

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ অন্তত সাতজন আহত হন।

আজ শনিবার সকাল ১০টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গ্রামের নছির মিয়া ও মতিন মিয়ার মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন- নাছির আহমেদ (৩৫), সাজিদ মিয়া (৩৫), সাবিনা বেগম (৪৫), রশিদ আলী (৩৫), কদ্দিস আলী (৬৫)। এর মধ্যে গুরুতর অবস্থায় নাছির মিয়া কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত মামলা করেনি।

 

আইএনবি/বিভূঁইয়া